নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, ভোটার তালিকায় মৃত কেউ অন্তর্ভুক্ত হোক, এটা আমরা চাই না। তালিকা থেকে মৃত ভোটারদের বাদ দিতে এবার তথ্য সংগ্রহকারীদের জন্য ১০ টাকা হারে ভাতা চালু করা হয়েছে, আগে এটা ছিল না। এর আগে হালনাগাদে দেখা গেছে, অনেক জীবিত ভোটার মৃত হয়ে গেছেন। এবার যেন এটা না হয়। কারণ একটি সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত নির্ভুল ভোটার তালিকা।
মঙ্গলবার সকাল ১১টায় সিলেটে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সভাপতিত্ব করেন।
এসময় কবিতা খানম আরো বলেন, হিজড়া জনগোষ্ঠীদের মধ্যে যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদেরকে এবার ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। তাদের অনেকেই নারী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে তাদেরকে বুঝাতে হবে ভোটার কার্ডে যদি তৃতীয় লিঙ্গ উল্লেখ থাকে, তবে তারা রাষ্ট্রীয় সুবিধাগুলো পাবে।
অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।