উত্তর কোরিয়া নেতা কিম জং উন প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে শিগগির রাশিয়া সফর করবেন। আজ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে।
তবে দুই নেতার মধ্যে এই বৈঠক কবে নাগাদ হতে যাচ্ছে, তা এখনও উত্তর কোরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। যদিও ক্রেমলিন জানিয়েছে, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন চলতি মাসেই বৈঠকে মিলিত হবেন। এপ্রিলের দ্বিতীয়ার্ধে একটি তারিখে বৈঠকটি হতে পারে বলে উল্লেখ করেছে রুশ প্রেসিডেন্ট ভবন।
দুই নেতার এই বৈঠকে বিভিন্ন ধরনের আলোচনা এবং কয়েকটি সিদ্ধান্ত আসতে পারে বলেও জানা গেছে। তাদের বৈঠকটি রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভস্টক শহরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।