মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাচিনের একটি রত্মপাথরের খনিতে জঞ্জালের স্তুপ ধসে ৫৪ জন শ্রমিক নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটেছে বলে দেশটির পার্লামেন্টের এক সদস্য ও এক উদ্ধারকারী জানিয়েছে।
রত্নপাথর সমৃদ্ধ কাচিন রাজ্যের হপাকান্ত এলাকার সংসদ সদস্য তিন সোয়ে জানিয়েছেন, মঙ্গলবার বর্জ্যের স্তুপ থেকে তিনটি মৃতদেহ টেনে বের করা হয়েছে।
হপাকান্তের দুর্বল ব্যবস্থাপনার খনিগুলোতে প্রায়ই ভূমিধস ও অন্যান্য দুর্ঘটনা অহরহই ঘটে।
তিন সোয়ে জানান, দুটি খনি প্রতিষ্ঠানের ৫৪ জন শ্রমিক এবং ট্রাক ও এক্সক্যাভেটরসহ ৪০টি যানবাহন সোমবার রাতে বিপুল পরিমাণ বর্জ্যের নিচে চাপা পড়ে।
তিনি বলেন, ‘তারা বাঁচবে না। কারণ তারা কাদার নিচে চাপা পড়েছে। মৃতদেহ সেখান থেকে বের করা অত্যন্ত মুশকিল।’
হপাকান্তের অগ্নিনির্বাপন বাহিনীর প্রধান আয়ে থেইন জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং উদ্ধার চেষ্টা অব্যাহত আছে।
মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে ৫৪ শ্রমিক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছে। শ্রমিকরা শিউই নাগার কোয়ে কাউং ও মিয়ানমার থুরা নামের দুটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করতো।