শ্রীলঙ্কায় ফুরিয়ে গেছে লাশ রাখার ব্যবস্থা | Daily Chandni Bazar শ্রীলঙ্কায় ফুরিয়ে গেছে লাশ রাখার ব্যবস্থা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯ ১৭:৫৭
শ্রীলঙ্কায় ফুরিয়ে গেছে লাশ রাখার ব্যবস্থা
অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় ফুরিয়ে গেছে লাশ রাখার ব্যবস্থা

শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহতদের ময়না তদন্তের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। এদিকে নিগোম্বোর ডিস্ট্রিক্ট জেনারেল হাসপাতালে নিহতদের লাশ রাখার জন্য যে ফ্রিজার রয়েছে তা পর্যাপ্ত নয় বলে জানা গেছে। 

দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। 

জানা গেছে, ময়নাতদন্তের কাজে নিয়োজিত রয়েছেন দুজন ম্যাজিষ্ট্রেট এবং জুডিশিয়াল মেডিক্যাল অফিসার। 

এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে,নিগোম্বোর ডিস্ট্রিক্ট জেনারেল হাসপাতালে লাশ রাখার ব্যবস্থায় (ফ্রিজার) সংকট দেখা দিয়েছে। সেখানে পর্যাপ্ত পরিমানে ফ্রিজার নেই।

মন্ত্রী সেনারাত্নের সহায়তায় হাসপাতালটিতে বর্তমানে ভ্রাম্যমান(মোবাইল) ফ্রিজার ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। 

সূত্র : নিউজ ফার্ষ্ট