প্রিয়াঙ্কা চোপড়া এমন অভিনেত্রী, যিনি প্রায় সব ট্যাবু ও স্টেরিয়োটাইপ ভেঙেচুরে দিয়েছেন। মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাসের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধেন গেল বছরের শেষ মাসটিতে। সেই থেকে কোনো জড়তা ছাড়াই এ যুগল দেখিয়ে চলেছেন বৈশ্বিক রোমান্স।
নিককে বিয়ের পর দাম্পত্য জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন প্রিয়াঙ্কা। এবার তিনি ‘স্বামীকে প্রশংসা করা পোস্ট’ করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি শেয়ার করে স্বামীর উদ্দেশে পিসি লিখেছেন, ‘তুমিই আমার হাসির কারণ। তোমার জন্য গর্বিত আমি!’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘এক নম্বর’। অর্থাৎ স্বামী হিসেবে নিক সবার ওপরে। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।
ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে নেট-দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। মাত্র ১৪ ঘণ্টায় ১৭ লাখ ৬৮ হাজারের বেশি লাইক পড়েছে আর প্রশংসাসূচক বাক্যে ভেসেছে মন্তব্য-ঘর। একজন তো লিখেই ফেলেছেন, ‘তোমরা দুজন এত কিউট যে তোমাদের হাতকড়া পরানো উচিত।’
এবারের ইস্টার সানডে জর্জিয়ার আটলান্টায় উদযাপন করেন প্রিয়াঙ্কা ও নিক। শাশুড়ির সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন ‘কোয়ান্টিকো’ অভিনেত্রী।
কিছুদিন আগে বিবাহিত জীবন নিয়ে মুখ খোলেন ২৬ বছরের নিক জোনাস। বিবাহিত জীবনকে দারুণ বলে স্বীকার করেন তিনি। বলেন, যদি ঠিক মানুষটি জীবনে আসে, তবে প্রত্যেকের কাছেই বিবাহিত জীবন উপভোগ্য।
৩৬ বছর বয়সী স্ত্রী প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ নিক জোনাস। বলেন, ‘বিবাহিত জীবন দারুণ। সবকিছুতেই নিজের টিমমেট, নিজের মানুষটির পাশে থাকা এককথায় দারুণ। সত্যিই এর পক্ষে আমি। আসলে আমার মনে হয়, বিয়ে অসাধারণ ব্যাপার। যদি ঠিক মানুষটি খুঁজে পাওয়া যায়, তবে তা আরো উপভোগ্য।’
নিক জোনাস আরো বলেন, প্রিয়াঙ্কা আর তিনি সন্তান নেওয়ার চিন্তাভাবনা করছেন।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন।
কিছুদিন আগে ‘দ্য স্কাই ইজ পিংক’-এর শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা। সোনালি বোস পরিচালিত ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। এ ছবি দিয়ে দীর্ঘদিন পর বলিউডে ফিরছেন পিসি। সূত্র : ইন্ডিয়া টুডে