সালমান-ভক্তদের জন্য সুখবর। ১৬ বছর পর নির্মিত হতে চলেছে ব্লকবাস্টার ‘তেরে নাম’ ছবির সিক্যুয়াল।
১৬ বছর আগে মুক্তি পেয়েছিল বলি তারকা সালমান অভিনীত ‘তেরে নাম’। এই ছবিতে সালমান তাঁর লুক নিয়ে বেশ নিরীক্ষা চালিয়েছিলেন। মাঝ বরাবর সিঁথি আর কপালের সামনে ঝুলে থাকা চুলের সালমান তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন।
শুধু সালমানের লুকই নয়, তাঁর রাধে মোহন চরিত্রটিও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সতীশ কৌশিক পরিচালিত ‘তেরে নাম’-এ সালমানের নায়িকা হয়েছিলেন ভূমিকা চাওলা, দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে যিনি এখন খ্যাতনামা অভিনেত্রী। প্রতিপক্ষের আক্রমণের পর যখন রাধের মস্তিষ্কভ্রষ্ট হয়, তখন বিমর্ষ হয়ে পড়েন নায়িকা। প্রেমিকার মৃত্যুর পর ভয়াবহ জীবনের মুখোমুখি হয় নায়ক।
যা হোক, সিক্যুয়ালে প্রথম কিস্তির গল্পে পরিবর্তন আসছে। ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররকে একটি সূত্র বলেছে, ‘নতুন গল্পে নির্মিত হবে সিক্যুয়াল, সতীশ সম্প্রতি চিত্রনাট্যের কাজ শেষ করেছেন।’ সূত্রটি আরো জানায়, গ্যাংস্টার-ঘেরা কাহিনী হলেও ছবিটি হবে প্রেমের গল্পের। শুটিং হবে উত্তর ভারতে।
ওই দৈনিককে সূত্রটি জানায়, দ্বিতীয় কিস্তিতেও চরিত্রের নাম একই থাকছে। সিক্যুয়ালের কাস্টিং প্রসঙ্গে সূত্রটি বলে, “সতীশ ও সালমানের গভীর বন্ধুত্ব রয়েছে। সম্প্রতি ‘ভারত’-এ তাঁরা একসঙ্গে কাজ করেছেন। তবে এই ছবিতে সালমান কাজ করবেন নাকি নতুন কেউ আসছেন, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।”
‘তেরে নাম টু’ নির্মিত হচ্ছে, এ খবর নিশ্চিত করলেও ছবির অভিনেতা বা কবে শুট শুরু হচ্ছে, সে সম্পর্কে মুখ খোলেননি সতীশ কৌশিক। ওই দৈনিককে তিনি বলেছেন, “হ্যাঁ, এটা সত্য, আমি ‘তেরে নাম টু’ নির্মাণ করতে চলেছি, যেটি হবে প্রেমের গল্পের। আপাতত এটুকুই বলতে চাইছি।”
প্রতিবেদনটি জানায়, চলতি বছরের শেষ দিকে ছবির শুটিং শুরু হবে। সদ্যই ‘কাগজ’ ছবির শুটিং শেষ করেছেন সতীশ কৌশিক। শোনা যাচ্ছে, এই ছবি প্রযোজনা করছেন সালমান খান।
সালমান খান এখন ‘ভারত’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত। চলতি বছরের ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি। এ ছাড়া ‘দাবাং থ্রি’ ছবির শুটিংও চলছে। তবে কবে নাগাদ ‘তেরে নাম টু’র অংশ হচ্ছেন সালমান, সেই উত্তর জানতে আরো অপেক্ষা করতে হবে ভক্তদের। সূত্র : ডিএনএ