বিনা কর্তনে সেন্সর নোলকের, মুক্তি পাচ্ছে ঈদে | Daily Chandni Bazar বিনা কর্তনে সেন্সর নোলকের, মুক্তি পাচ্ছে ঈদে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯ ১৮:২৩
বিনা কর্তনে সেন্সর নোলকের, মুক্তি পাচ্ছে ঈদে
অনলাইন ডেস্ক

বিনা কর্তনে সেন্সর নোলকের, মুক্তি পাচ্ছে ঈদে

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির দৌড়ে সামিল হতে যাচ্ছে শাকিব খান ও ববি অভিনীত 'নোলক' ছবিটি। গতকাল ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। বাংলাদেশ প্রতিদিনকে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী ববি। তিনি বলেন, শুরু থেকেই এ ছবিটি অপ্রত্যাশিত কিছু বাধা বিঘ্ন পাড়ি দিয়েছে।  সব বাধা কাটিয়ে এবার আলোর মুখ দেখতে চলেছে 'নোলক'।

ছবিটি প্রযোজনা করেছে ‘বি হ্যাপি এন্টারটেনমেন্ট’। প্রতিষ্ঠানটির কর্ণধার সাকিব সনেট বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ছবির প্রযোজক আমি। এখন পরিচালক হিসেবেও আমার নাম থাকবে। আর মুক্তি দেব ঈদুল ফিতরে। সেন্সর যেহেতু পেয়ে গেছি, মুক্তি আর কেউ আটকাতে পারবে না। আশা করি, দর্শকরা শাকিব ও ববির আরও একটি ভিন্ন রসায়নের ছবি উপভোগ করবেন।

শাকিব-ববি ছাড়াও ‘নোলক’ ছবিতে অভিনয় করছেন ওমর সানি, মৌসুমি, শহিদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত, অনুভব মাহাবুব প্রমুখ। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ।