গ্যালাক্সি এ সিরিজে নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি এ৭০’ আনছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্মার্টফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর, পেছনে ৩২ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। এর ব্যাটারি ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার। ২৫ ওয়াট সমৃদ্ধ সুপার-ফাস্ট চার্জিং সুবিধা থাকবে স্মার্টফোনটিতে।
স্যামসাং সূত্রে জানা গেছে, এ সেভেন্টিতে থাকছে ৬.৭ ইঞ্চির ফুলএইচডি প্লাস ইনফিনিটি-ইউ ডিসপ্লে। এতে ঝকঝকে ও স্বচ্ছ ভিডিও দেখার অভিজ্ঞতা পাওয়া যাবে।
স্যামসাং বাংলাদেশের মোবাইল বিভাগের প্রধান মো. মূয়ীদুর রহমান বলেন, ‘ক্রেতাদের নতুন কিছু দেওয়ার ব্যাপারে আমরা দৃঢ়-প্রতিজ্ঞ। ব্যবহারকারীকে অভিজ্ঞতা অর্জন, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অন্যের সঙ্গে যুক্ত হওয়া এবং রিয়েল টাইমে মুহূর্তগুলো শেয়ারের বিষয়টি নিশ্চিত করবে গ্যালাক্সি এ সেভেন্টি। ডিভাইসটি পছন্দ করবেন ক্রেতারা।’
আজ মঙ্গলবার থেকে আগামী ২ দিন পিকাবু ডটকমে ফোনটির আগাম ফরমাশ নেবে স্যামসাং। ফোনটির দাম ৩৮ হাজার ৯৯০ টাকা।