কাউনিয়ায় উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে গত বৃহস্পতিবার কাউনিয়া বালিকা বিদ্যালয় হল রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে আলোচনা সভা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হাসনা পারভীন মুক্তি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শেলিনা তালুতদার শিউলি,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আঃ জলিল,বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনছার আলী,সম্পাদক দিলদার আলী, উপজেলা স্বোচ্ছা সেবকলীগ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। অনান্যের মাঝে বক্তব্য রাখেন ছাত্রলীগের সহসভাপতি জামিল হোসেন,কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আলী আকবর,কুর্শা ইউনিয়ন যুব মহিলালীগ সভাপতি নাজমা বেগম,বালাপাড়া ইউনিয়ন সভাপতি মাহফুজা বেগম,হারাগাছ সভাপতি লিপি বেগম,টেপামধুপুর তথ্য ও গবেষনা সম্পাদক ফাহমিদা আক্তার রিতা প্রমূখ।আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়।