নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর খাদ্যগুদাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজানুর রহমান। সরকারের বেঁধে দেয়া মূল্যে প্রান্তিক কৃষকদের নিকট থেকে সরাসরি ধান কেনা কার্যক্রম দেখতে শনিবার বেলা ১২টার দিকে তিনি এ খাদ্যগুদাম পরিদর্শনে আসেন।
এসময় নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী, মান্দা উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসানসহ খাদ্যগুদামের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ও ধান বিক্রি করতে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, সকল কৃষি কার্ডধারী কৃষকের নিকট থেকে সরকারি খাদ্যগুদামে ২৬ টাকা কেজি দরে ধান কিনছে সরকার। ধানের নায্য মূল্য নিশ্চিত করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ তদারকিতে সরকারি খাদ্যগুদামে ধান কেনা শুরু হয়েছে। এতে করে একদিকে কৃষকরা লাভবান হবেন ও অন্যদিকে স্থানীয় বাজারে ধানের মূল্য বৃদ্ধির পথ সুগম হবে বলেও উল্লেখ করেন তিনি।