বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটি নিয়ে বিক্ষোভ অব্যাহত | Daily Chandni Bazar বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটি নিয়ে বিক্ষোভ অব্যাহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ মে, ২০১৯ ২০:০১
বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটি নিয়ে বিক্ষোভ অব্যাহত
জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি স্থগিত
নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটি নিয়ে  বিক্ষোভ অব্যাহত

বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটিতে স্থান না দেয়ায় দলের ত্যাগী ও পরিক্ষীত নেতারা রীতিমতো বিদ্রোহ করেছেন। তারা কমিটি বাতিল ও ত্যাগী নেতাদের নিয়ে পুনরায় কমিটি গঠনের দাবীতে দলীয় কার্যালয়ে ৪র্থ দিনের মতো তালা দিয়ে বিক্ষোভ করেছেন। এ কারনে জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি স্থগিত ও  প্রায় ১৬ জনকে দল বিভিন্ন শাস্তি দিয়েছে। শনিবার বিকেলে বিএনপির বিপুল সংখ্যক তৃণমূল নেতাকর্মী কমিটি বাতিলে দাবীতে শহরের নবাববাড়ী রোডস্থ তালাবদ্ধ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, পৌর সভার কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, তৌহিদুল ইসলাম বিটু, শাহাবুল আলম পিপলু, ফারুকুল ইসলাম ফারুক প্রমুখ। গত শুক্রবার বিকেলে তালা ভেঙ্গে আহবায়ক কমিটির নেতৃবৃন্দ কার্যালয়ে প্রবেশের ঘন্টা খানেক পর চলে যান। সন্ধার পর আবারো  তৃনমূল কর্মীরা নতুন তালা ঝুলিয়ে কার্যালয়ের নিয়ন্ত্রন নেন। শনিবার সন্ধা পর্যন্ত ওই তালা ভাঙ্গতে পারেনি আহবায়ক কমিটি।

উল্লেখ্য, গত ১৫ মে সাবেক এমপি জিএম সিরাজকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু দলের ত্যাগী ও পরীক্ষিত নেতারা আহবায়ক সিরাজকে সংস্কারপহ্নী আখ্যা দিয়ে এবং নিস্ক্রিয়দের নিয়ে একতরফা কমিটি করার অভিযোগ এনে কমিটি বাতিলের দাবী জানিয়ে কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করে আসছেন। গত দুদিন আহবায়ক কমিটি তালা ভেঙ্গে  কার্যালয় দখলে নিলেও তা বেশী সময় রাখতে পারেনি। তৃণমূল কর্মীরা গেটে  ছয়টি তালা ঝুলিয়ে কার্যালয় তালাবদ্ধ রেখেছে।