কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর মান্দায় ধানের দাম বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে বিএনপি। আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাবাইহাটের ধানপট্টিতে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকে, সহসভাপতি একেএম নাজমুল হক নাজু, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল হোসেন, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, বিএনপিনেতা আবুল কালাম আজাদ ও আব্দুল জব্বার, উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান নান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এনামুল হক, ছাত্রদলনেতা আলমগীর হোসেন প্রমুখ। এছাড়া একইদিন উপজেলার জোতবাজার দেলুয়াবাড়ি, পাঁজরভাঙ্গা ও গোটগাড়ী হাটে এ কর্মসূচি পালন করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যদিকে উপজেলা কৃষকদলের আয়োজনে প্রসাদপুর বাজারের ধানহাটিতে মানববন্ধন কর্মসূটি পালন করা হয়েছে। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সদস্য ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির সাবেক নেতা নুর বকস মন্ডল, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, প্রভাষক এমদাদুল হক, প্রভাষক নুরুল ইসলাম, ছাত্রনেতা হিল্লোল, মামুন, শামীম প্রমুখ।