বগুড়ার পল্লীতে ঈদের দিন রাতে দুইটি খরের পালায় আগুন! | Daily Chandni Bazar বগুড়ার পল্লীতে ঈদের দিন রাতে দুইটি খরের পালায় আগুন! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ জুন, ২০১৯ ২১:১২
বগুড়ার পল্লীতে ঈদের দিন রাতে দুইটি খরের পালায় আগুন!
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার পল্লীতে ঈদের দিন রাতে দুইটি খরের পালায় আগুন!

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউপির কুড়াহার গ্রামে ঈদের দিন দিবাগত রাতে দুইটি খরের পালায় আগুন লাগার খবর পাওয়া গেছে। জানা যায়, শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের মৃত আবু তালেব এর পুত্র আক্কাস আলী ও আঃ হান্নান মিয়ার বাড়ীর সামনে রাস্তা সংলগ্ন স্থানে গত ৫ জুন (বুধবার) ঈদের রাতে কে বা কাহারা পূর্ব শত্র“তার জের ধরে দুইটি খরের পালায় আগুন ধরিয়ে দেয়।

এ সংবাদ পেয়ে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনারস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপী প্রচেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শিবগঞ্জ থানার এসআই কাজী নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স আগুন লাগানোর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আঃ হান্নান জানান, পূর্ব শত্র“তার জের ধরে তাদের ১৬ বিঘা জমির খরের পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরোও জানান আনুমানিক ৪৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।