![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৫ নং পুঁটিমরা ইউনিয়নের শের নগর গ্রামে পানিতে ডুবে মেজবাহুল(৩৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।গ্রামবাসী ও ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, গত রাত আনুমানিক ১০ টার দিকে মেসবাহুল বাড়ির কাজ সেরে পুকুরে গোসল করতে যায়। এর পরে থেকে সে আর বাসায় ফেরেননি। এদিকে তার স্ত্রী তার খুঁজ না নিয়ে আসতে দেরী হওয়ায় ক্লান্ত শরীরে খেয়ে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন।
সকাল ৬ টায় মেজবাহুলের স্ত্রী বাড়ীর পার্শে পুকুরে গিয়ে দেখেন তার স্বামী লাশ হয়ে পানিতে ভাসছে। এসময় তার স্ত্রী চিৎকার করিলে পাড়া প্রতিবেশী জড়ো হয়। এবং থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, মেজবাহুলের ডান কানে আঘাত ছিল। কারন ডান কানের পাশে রক্তের দাগ ছিল।নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা না আত্ম্যহত্যা ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত কারণ জানা যাবে বলে উপ-পরিদর্শক প্রভাত সরকার জানান। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।