সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাচিল গ্রামের মৃত রিশান সরকারের ছেলে হুমায়ুন কবির রতন(৩৩) নামের এক যুবক যমুনা নদীতে ঝাঁপ দিয়ে ২ দিন ধরে নিখোঁজ রয়েছে। কৈজুরি ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বর আব্দুল লতিফ সরকার ও রতনের শ^শুর কারী মোঃ সোলায়মান হোসেন বলেন,নিখোঁজ রতন মানিকগঞ্জ জেলার ঘিওর পল্লী বিদ্যুৎ অফিসের মিটার রিডার পদে চাকরি করেন। তিনি ঈদের ছুটিতে বাড়ি এসে গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
এরপর শনিবার রাতে তাকে বেতিলের একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে সিএনজি টেম্পু থেকে নেমে তিনি অকষ্মাৎ যমুনা নদীতে ঝাঁপ দেন। নৌকা নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেও কোন কাজ হয়নি। তার আগেই তিনি গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যান।
বেলকুচি ফায়ার স্টেশনের লিডার হাবিবুর রহমান জানান,খবর পেয়ে রোববার দুপুরে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল যমুনা নদীর পাচিল এলাকায় উদ্ধার অভিযান শুরু করেন এবং অন্ধকার হয়ে যাওয়ায় রাত সোয়া ৭টার দিকে এ অভিযান বন্ধ করে তারা বেলকুচি ভায়ার স্টেশনে ফিরে যান। এ অভিযানে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মোঃ নূরনবী,জুয়েল রানা ও তুহিন মিয়া অংশ নেন।