আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে জনগণ ভালো থাকে | Daily Chandni Bazar আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে জনগণ ভালো থাকে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জুন, ২০১৯ ০৪:২২
আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে জনগণ ভালো থাকে
মজিবর রহমান মজনু
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে জনগণ ভালো থাকে

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বলেছেন, আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই মানুষ সুখে-শান্তিতে থাকে। শুধুমাত্র মানুষের মৌলিক অধিকার নয়, সকল চাহিদাই পুরণ করার চেষ্টা করে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। তাই দেশের প্রতি মমত্ববোধ বেশি। এই কারণেই আওয়ামী লীগের সময় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়।

আর আওয়ামী লীগের প্রতীক হলো নৌকা। নৌকা বিজয়ী হলে দেশ ভালো থাকে। গতকাল সোমবার বিকাল ৫টায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বগুড়া শহরে বগুড়া সদর-৬ উপ-নির্বাচন উপলক্ষ্যে নৌকা মার্কার প্রার্থী টি জামান নিকেতার সমর্থনে প্রচারণা মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. মকবুল হোসেন মুকুল। সভায় আরও বক্তব্য রাখেন এড. আমানুল্লাহ্্, আসাদুর রহমান দুলু, এড. জাকির হোসেন নবাব, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, আমিনুল ইসলাম ডাবলু, নাইমুর রাজ্জাক তিতাস , সাজেদুর রহমান সিজু, রেজাউল করিম রিয়াদ, ইফতারুল ইসলাম মামুন, মোশারফ হোসেন বুলবুল, কামরুল হুদা উজ্জ্বল, মশিউর রহমান মন্টি, কামরুল হাসান জুয়েল, মাসুবুর রশিদ জিমু, টিপু সুলতান, রাশেদুল আলম শাওন, শিপলু শেখ, মোক্তাদিরুল ইসলাম মিম পোদ্দার, তাজমিলুর রহমান তমাল, নাইম ইসলাম, রহমাতুল ইসলাম মনির প্রমুখ।