ধানের শীষে ভোট চেয়ে বগুড়ার ফাঁপোর ও এরুলিয়া ইউনিয়নে সিরাজের গণসংযোগ | Daily Chandni Bazar ধানের শীষে ভোট চেয়ে বগুড়ার ফাঁপোর ও এরুলিয়া ইউনিয়নে সিরাজের গণসংযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জুন, ২০১৯ ০৩:৩৬
ধানের শীষে ভোট চেয়ে বগুড়ার ফাঁপোর ও এরুলিয়া ইউনিয়নে সিরাজের গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক

ধানের শীষে ভোট চেয়ে বগুড়ার ফাঁপোর ও এরুলিয়া ইউনিয়নে সিরাজের গণসংযোগ

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজ ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গতকাল মঙ্গলবার বগুড়া সদরের ফাঁপোর ও এরুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন, ওমর ফারুক খান, মনিরুজ্জামান মনি, শামিমা আকতার পলিন, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাবেক যুবদল নেতা খাদেমুল ইসলাম, বিএনপি নেত্রী নাজমা আকতার, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল বাছেত, জাহাঙ্গীর হোসেন টুকু, আমিনুল ইসলাম, আতিকুর রহমান আতিক, কামাল হোসেন, হারুন অর রশিদ হারুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।