
হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বগুড়ার কবি অঙ্গণের প্রবীণ কবি ও সাহিত্যিক মনসুর রহমান। সোমবার রাতে হঠাৎ অসুস্থ হলে তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কার্ডিয়াক বিভাগে সিসিইউ তে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। উল্লেখ্য, কবি মনসুর রহমান এখন পর্যন্ত প্রায় ১৫ টি গ্রন্থ প্রকাশ করেছেন এবং বেশ কয়েকটি রয়েছে প্রকাশের অপেক্ষায়। ২০১৯ সালের একুশে বইমেলাতেও তার ২ টি বই প্রকাশ পেয়েছে। ব্যক্তিগত জীবনে প্রবীন এই কবি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের প্রধান সহকারী ছিলেন। পরবর্তীতে ছিলেন বগুড়া প্রেস ক্লাবের হিসাব-রক্ষক। পালন করেছেন বগুড়া লেখক চক্রের সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদেও। গুণী ও সদালাপী এই মানুষটির সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন তার পরিবারবর্গ ও শুভাকাঙ্খীরা।