
বগুড়া সদর-৬ আসনের উপ-নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে জেলা কৃষকলীগের উদ্যোগে নির্বাচনী প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে। আগামী ২১ শে জুন শুক্রবার বিকাল ৩ ঘটিকায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি আলহাজ মোতাহার হোসেন মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষকলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা। সভাপতিত্ব করবেন জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু। এদিন জেলা কৃষকলীগের সকল নেতৃবৃন্দকে সথাসমেয় অনুষ্ঠানে যোগদান করার জন্য আহবান জানানো হয়েছে।