বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বগুড়া জেলা শাখার এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়ায় বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের ধানের শীষ মার্কার প্রচারণার সময় একদল দুষ্কৃতিকারী প্রচারনায় বাধা প্রদান করে নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সিফাত সরকার, শ্রমিকদলের সদর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মামুন সহ বেশ কিছু নেতা কর্মীকে গুরুতর আহত করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্থ করার জন্য এবং ধানের শীষের বিজয় ঠেকাতে আওয়ামী ষড়যন্ত্রের অংশ হিসাবে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল সহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ