বগুড়ায় ডিবির অভিযানে দেড় হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় ডিবির অভিযানে দেড় হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯ ২২:৫৮
বগুড়ায় ডিবির অভিযানে দেড় হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ডিবির অভিযানে দেড় হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আজ সকালে শহরের চারমাথা এলাকা থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে আজ সকালে শহরের চারমাথা এলাকা থেকে ১ হাজার ৫’শ ৫০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার এস.আই মোহাম্মদ নাসিম উদ্দিন এর নেতৃত্বে এস.আই ফয়সাল হোসেন, এএসআই মো: মামুনুর রশিদ, এএসআই মো: কামাল হোসেনসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সদরের চারমাথা সেফওয়ে মোটেলের সামনে থেকে বিক্রির জন্য অবস্থানরত থাকা অবস্থায় চিহ্নিত ঐ ৪ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবির ঐ টিম।

গ্রেফতারকৃতরা হলেন বগুড়া সদরের পালশা হাজীপাড়ার মৃত: মোহাম্মদ আলীর ছেলে শাহীন মোল্লা (৩৮), শিবগঞ্জ উপজেলার বাদলাদিঘী এলাকার আফাজ প্রামানিকের ছেলে ওবায়দুল হোসেন(৩৫), সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের জিল্লার রহমানের ছেলে জুয়েল রহমান (৩৫) এবং জয়পুরহাট জেলার কালাইয়ের মৃত আব্দুল গফুর আকন্দের ছেলে রফিকুল ইসলাম (৪৫)। অভিযানের নেতৃত্বে থাকা ডিবির এস.আই নাসিম উদ্দিন ও ফয়সাল হাসান জানান, মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে এমন গোপন সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে অভিযান চালালে আসামীরা পালানোর চেষ্টা করে।

পরে সাক্ষীগণের উপস্থিতিতে সন্দেহজনকভাবে তাদের তল্লাশি করলে এজাহারের ১নং আসামী শাহীন মোল্লার প্যান্টের পকেট হতে ৮০০পিস, ২নং আসামী ওবায়দুল হোসেনের পরিহিত লুঙ্গির মধ্যে লুকানো অবস্থায় রাখা ৫০০ পিস, ৩নং আসামী জুয়েলের হেফাজত হতে ১৭০ পিস এবং ৪নং আসামী রফিকুল ইসলামের কাছ থেকে ৮০ পিস সর্বমোট ১৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ওসি আছলাম আলী পিপিএম জানান গ্রেফতারকৃতদের মাঝে আসামী শাহীন মোল্লা, ওবায়দুল হোসেন এবং রফিকুল ইসলাম চিহ্নিত মাদকব্যবসায়ী যাদের বিরুদ্ধে আগেরও বিভিন্ন সময়ে মাদক মামলা রয়েছে যা বর্তমানে আদালতে বিচারাধীন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ইতিমধ্যেই বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৪(ক) ধারায় মামলা ঋজু হয়েছে। বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী চলমান মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে জানান, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বারের নেতৃত্বে বগুড়াকে শতভাগ মাদকমুক্ত না করা পর্যন্ত জেলা পুলিশের প্রতিটি ইউনিটের এই অভিযান চলমান থাকবে।

তিনি বলেন মাদকের সাথে যুক্ত চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল অধিকাংশদেরই আইনের আওতায় আনা সম্ভব হয়েছে কিন্তু তাদের অনেকেই জামিনে ছাড়া পেয়ে আবারও মাদকের বিস্তারের প্রচেষ্টা চালাচ্ছে যা কঠোর হস্তে দমনের হুশিয়ারি দেন জেলা পুলিশের এই কর্মকর্তা। ‘হয় মাদককে ছাড়তে হবে না হলে বগুড়া ছাড়তে হবে’ এমন ঘোষণার মধ্য দিয়ে মাদকমুক্ত বগুড়া গড়তে তিনি পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জেলা পুলিশকে সহযোগিতার আহবান জানান।