নিজ হেফাজতে হেরোইন রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় মুকুল আলী ওরফে মুকুল হোসেনের (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে বিজ্ঞ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছেন। সোমবার দুপুরে বগুড়ার জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মুকুল আলী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাড়ইপাড়ার হাসান আলীর ছেলে। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আনিছুর রহমানের বাসায় ভাড়া থেকে মাদক ব্যবসা করতেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরুস সালাম সাগর জানান, গত ২০১৭ সালের ২৪ অক্টোবর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মাদকবিরোধী অভিযানদল রাত সোয়া ৮টায় মুকুল আলীর ভাড়া বাড়িতে অভিযান চালায়। এসময় তার হেফাজত থেকে এক কেজি হেরোইন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এপিবিএন এর উপ-পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে শাজাহানপুর থানায় মুকুল আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানি শেষে সোমবার আদালত উপরোক্ত দন্ড প্রদান করেন।