
যমুনা নদীর পানি কমতে শুরু করলেও বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বগুড়া সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের ছোট বালুয়া এলাকার বালুয়া-সোনাতলা বাইপাছ সড়কের ব্রিজের পূর্ব পাশ্বের রাস্তা ভাঙ্গন দেখা দিয়েছে। এতে করে ওই রাস্তার যানচলাচল বন্ধ হওয়ার উপক্রম।
স্থানীয় এলাকাবাসী রতন মিয়া জানায়, প্রতিনিয়ত পানি বৃদ্ধির ফলে গতকাল মঙ্গলবার ব্রিজের পূর্বপার্শ্বে রাস্তা ভেঙ্গে যায়। ফলে এই রাস্তা চলাচলে ঝুকিপূর্ণ হয়ে দাড়িয়েছে। এই রাস্তার ভাঙ্গন ঠেকাতে স্থানীয় প্রশাসন দ্রুততম পদক্ষেপ গ্রহন করার জোড়দাবী জানান এলাকাবাসী।
এ বিষয়ে বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিনের সাথে কথা বললে তিনি জানান, ভাঙ্গন আমি দেখেছি, যেহেতু বন্যার পানি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে তাই স্থানীয় লোকজনের সহযোগীতায় শিগ্রই ভাঙ্গন ঠেকাতে ব্যবস্থা গ্রহন করা হবে।