
বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন রংপুর জেলার পুলিশ সুপার। শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা স্মারক গ্রহণ করেন সদ্য যেগদানকৃত পুলিশ সুপার বিপ¬ব কুমার সরকার।গত জুন মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
তাঁকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।রংপুর ডিআইজি কার্যালয় সুত্র জানিয়েছে, রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য পুলিশ সদস্যদের মধ্যে জুন মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মিথুন সরকার, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে নীলফামারী সদর থানার এসআই মোঃ মতিউর রহমান, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার (১ম) হিসেবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এসআই মোঃ শফিকুল ইসলাম, ওয়ারেন্ট তামিলকারী অফিসার (২য়) হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর থানার এসআই মোঃ ইয়াকুব আলী, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান
মালামাল উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব রুপ কুমার সরকার, শ্রেষ্ঠ এএসআই হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর থানার এএসআই মোঃ মোস্তাফিজুর রহমান, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট হিসেবে লালমনিরহাট ট্রাফিক ইউনিটের টিআই মুঃ তরিকুল ইসলাম, শ্রেষ্ঠ থানা হিসেবে রংপুর জেলার কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামকে সম্মাননা দেয়া হয়।রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য এর সভাপতিত্বে সভায় সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোঃ শাহারিয়ার রহমান,
ঠাকুরগাঁও এর পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, রংপুরের কমান্ড্যান্ট (এসপি) মেহেদুল করিম, পিপিএম, রেঞ্জ দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক, রংপুরের পুলিশ সুপার বিপ¬ব কুমার সরকার, লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক, গাইবান্ধার পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান মিয়া, দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, রেঞ্জ দপ্তরের পুলিশ সুপার মোঃ আব্দুল লতিফ, পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী, পিবিআই রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আকতার হোসেন এবং অত্র রেঞ্জ দপ্তরের সহকারি পুলিশ সুপার (অপরাধ) এ, বি, এম জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।