পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং এবং রোবট প্রতিযোগিতা অনুষ্ঠিত | Daily Chandni Bazar পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং এবং রোবট প্রতিযোগিতা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৯ ১৮:২৭
পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং এবং রোবট প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং এবং রোবট প্রতিযোগিতা অনুষ্ঠিত

গত শনিবার বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দিনব্যাপি প্রোগ্রামিং রোবট প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী,বিচারক ও অতিথি বৃন্দ।

বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গত শনিবার দিনব্যাপি প্রোগ্রামিং রোবট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামিং প্রতিযোগিতায় সর্বমোট ৫০টি দল অংশগ্রহন করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ফাহিম কামাল আহমেদ এবং দিলরুবা আনামের দল। রোবট প্রতিযোগিতায় ২০টি দল অংশগ্রহন করে। তার মধ্যে প্রথম স্থান অধিকার করে লতা আল মামুন এবং তওফিক ফারজানা জেমির দল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম আজাদ-উদ-দৌলা প্রধান ও ট্রাস্টি বোর্ডের সদস্যগণ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন।