ভারতের শিশু হোমে এক বছর আটক থাকার পর দেশে ফিরেছে দুই কিশোর | Daily Chandni Bazar ভারতের শিশু হোমে এক বছর আটক থাকার পর দেশে ফিরেছে দুই কিশোর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯ ২১:১৫
ভারতের শিশু হোমে এক বছর আটক থাকার পর দেশে ফিরেছে দুই কিশোর
হিলি প্রতিনিধি:

ভারতের শিশু হোমে এক বছর আটক থাকার পর দেশে ফিরেছে দুই কিশোর

ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের দ্বায়ে সেদেশের শিশু অবজারভেশন হোমে এক বছর আটক থাকার পর হিলি ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছে সিয়াম ওরফে শুভ (১২) ও মোস্তফা কামাল (১১) নামের দুই কিশোর।

আজ বুধবার সকালে সীমান্তের ২৮৫/১১ এস পিলারের শুন্য রেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় হিলি ইমিগ্রেশন পুলিশ সিয়াম ও মোস্তফাকে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

হিলি ইমিগ্রেশনের অফিসার ইনর্চাজ মোত্তালেব জানান, এক বছর আগে সীমান্ত দিয়ে বন্ধুদের সাথে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে আদালতের কাছে হস্তান্তর করেন। সিয়াম ও মোস্তফার বয়স ১২ বছরের নিচে হওয়ায় আদালত তাদেরকে সেদেশের সেভ হোমে এক বছর রাখার নির্দেশ দেন। পরে দুদেশের দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ তাদেরকে ফেরত পাঠায় ভারতীয় অভিবাসন পুলিশ।

ফেরত আসা সিয়াম ওরফে শুভ (১২) হলেন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চড়পাড়া গ্রামের মৃত কাইয়ুমের ছেলে ও মোস্তফা কামাল হলেন দিনাজপুর জেলা সদরের কমলপুর বড় গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।