বগুড়ায় ৯৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত | Daily Chandni Bazar বগুড়ায় ৯৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯ ২২:২২
বগুড়ায় ৯৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ৯৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত

বগুড়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই। আজ বুধবার জেলায় সরকারিভাবে ৬৩ জন রোগীকে ভর্তি রেখে চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া সুস্থ্য এবং উন্নত চিকিৎসার জন্য ছাড়পত্র নিয়েছেন আরো ৩৫ জন। এনিয়ে মোট ৯৮ জন ডেঙ্গু রোগীর খবর পাওয়া গেল।

বগুড়া জেলা সিভিল সার্জন এর কার্যালয় সুত্রে জানা যায়, বগুড়া শহরের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৭জন, ডক্টরস ক্লিনিকে ১, ইসলামী হাসপাতালে ১, শামসুন নাহার ক্লিনিকে ১, আমদিঘিতে ১, মোহাম্মদ আলী হাসপাতালে ৪ এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৮ জন। বুধবার দুপুর পর্যন্ত জেলায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে ভর্তি রয়েছে ৬৩ জন। আর এ পর্যন্ত ২৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এনিয়ে ৯৮ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল বগুড়ায়। 
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুর রহমান তালুকদার জানান, ডেঙ্গু রোগে আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। নতুন রোগী যেমন আসছে তেমন আবার সুস্থ্য হয়েও ছাড়পত্র নিচ্ছে। তিনি জানান, এই সময়টাাতে ডেঙ্গু রোগী পাওয়া যায়। রোগীদের জাতীয় গাইড লাইন মোতাবেক চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীদের অতি যত্ন নেয়া হচ্ছে। 
বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী বলেন, বগুড়ায় সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আজ বুধবার দুপুর পর্যন্ত ভর্তি রয়েছে মোট ৬৩জন। এর মধ্যে নতুন করে পাওয়া গেছে শহরের টিএমএসএস হাসপাতালে ৭ জন।