ধুনটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত | Daily Chandni Bazar ধুনটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯ ২৩:০৫
ধুনটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত

আজ বুধবার বগুড়ার ধুনট উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। ছবি: চাঁদনী বাজার

বগুড়ার ধুনট উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বিকেলে ধুনট সরকারি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টূর্ণামেন্টে ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২/১ গোলে হারিয়ে ধামাচামা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। অপরদিকে বঙ্গমাতা টূর্ণামেন্টে বিশ্বহরিগাছা প্রাথমিক বিদ্যালয়কে ৩/০ গোলে হারিয়ে মহিশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে। টূর্ণামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন কুমার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারন সম্পাদক আবু সালেহ্ স্বপন প্রমূখ।