ধুনটে মসজিদ নির্মান কাজের উদ্বোধন | Daily Chandni Bazar ধুনটে মসজিদ নির্মান কাজের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯ ২৩:০৯
ধুনটে মসজিদ নির্মান কাজের উদ্বোধন
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে মসজিদ নির্মান কাজের উদ্বোধন

আজ বুধবার বগুড়ার ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা উত্তরপাড়া জামে মসজিদ নির্মান কজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

বগুড়ার ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা উত্তরপাড়া জামে মসজিদ নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে নির্মান কাজের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, গোলাম সোবাহান, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আ’লীগ নেতা বাহাদুর আলী, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাবেক কাউন্সিলর আল-আমিন তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারন সম্পাদক আবু সালেহ্ স্বপন, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক রুবেল মাহমুদ প্রমূখ।