বগুড়ার ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা উত্তরপাড়া জামে মসজিদ নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে নির্মান কাজের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, গোলাম সোবাহান, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আ’লীগ নেতা বাহাদুর আলী, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাবেক কাউন্সিলর আল-আমিন তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারন সম্পাদক আবু সালেহ্ স্বপন, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক রুবেল মাহমুদ প্রমূখ।