এবার ঢাকা ফেরত নয় বগুড়াতেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৬ জন। এই ৫ জনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন ৬ জনের মধ্যে দুইজন ছাড়পত্র নিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ২৫ জন ডেঙ্গু জ¦র নিয়ে একই হাসপাতালে ভর্তি এবং ২৬ জন ডেঙ্গুরোগী সুস্থ্য বোধ করায় ছাড়পত্র নিয়েছে। জেলায় এখন মোট চিকিৎসাধীন রয়েছে ৭৪ জন।
বগুড়ার সিভিল সার্জন ডাক্তার গওসুল আজীম চৌধুরী জানান, বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ৫ জন, টিএমএসএসমেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, শামসুন নাহার ক্লিনিকে ১জন, ইনডিপেন্টডেন্ট জেনারেল হাসপাতালে ১ জন সহ মোট ৭৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল ওয়াদুদ জানান, বগুড়াতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬ জন। এদের মধ্যে ২ জন সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়েছেন। বগুড়ায় আক্রান্ত হয়েছেন বগুড়া সদর উপজেলার ফাপোঁড় ইউনিয়নের আব্দুল হালিম, জেলা শহরের মালতিনগর এলাকার বাসিন্দা শাহরিয়ার সনন, শাজাহানপুরের আল মাহমুদ, নাটাইপাড়ার আরাফাতুল ইসলাম। ছাড়পত্র নিয়েছেন শিবগঞ্জ উপজেলার কিশোর কুমার ও ধুনটের শাহীন মন্ডল। ডেঙ্গু জ¦র চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হালিমুর রশীদের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিম চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। শজিমেক হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে।