পাঁচবিবিতে ওসি’র হস্তক্ষেপে জুয়া খেলা বন্ধ | Daily Chandni Bazar পাঁচবিবিতে ওসি’র হস্তক্ষেপে জুয়া খেলা বন্ধ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ আগস্ট, ২০১৯ ০৩:১১
পাঁচবিবিতে ওসি’র হস্তক্ষেপে জুয়া খেলা বন্ধ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

পাঁচবিবিতে ওসি’র হস্তক্ষেপে জুয়া খেলা বন্ধ

এক সময়ে প্রকাশ্য দিবালোকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিনের পর দিন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রহমতপুর, বেলখুর ও চেঁচড়া মোড়ের বাজার সহ উপজেলার প্রত্যন্ত এলাকায় জুয়ার বোর্ড বেশ সরগরম ছিলো। অজানা রহস্যে নিরব থাকতো প্রশাসন। যদিও প্রশাসনের দাবি ছিলো, জুয়া খেলার বিষয়টি তারা জানেননা। কিন্তু বর্তমানে যোগদানের মাত্র এক মাসের মাথায় পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমানের হস্তক্ষেপে উপজেলার সীমান্ত এলাকা সহ গ্রামাঞ্চলের ছোট-বড় সব কয়টি জুয়ার বোর্ড বন্ধ আছে। এতে করে ওইসব এলাকার পরিবেশ ভালো আছে। বদলে গিয়েছে চিত্র।

জুয়া খেলায় সর্বশান্ত হয়ে অনেকে বেছে নেন অসৎ উপায়ে জীবন-যাপন করা। জরিয়ে পড়েন চুরি-ডাকাতি, রাস্তা ছিন্তাই, মাদক ব্যবসা, নারী নির্যাতন ও প্রতারনার রাস্তা। যার খারাপ প্রভাব পড়ছে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উপর। গ্রামের এমন অবস্থা দেখে এক পর্যায়ে ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতো অভিভাবকরা।