জয়পুরহাটে ডেঙ্গু নিধনে মাঠে নেমেছেন জেলা পুলিশ | Daily Chandni Bazar জয়পুরহাটে ডেঙ্গু নিধনে মাঠে নেমেছেন জেলা পুলিশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ আগস্ট, ২০১৯ ২০:৫৩
জয়পুরহাটে ডেঙ্গু নিধনে মাঠে নেমেছেন জেলা পুলিশ
ব্যুরো প্রধান জয়পুরহাট:

জয়পুরহাটে ডেঙ্গু নিধনে মাঠে নেমেছেন জেলা পুলিশ

রাজধানীসহ সারাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ডেঙ্গুর প্রভাবে অকালে ঝড়ে পড়ছে অসংখ্য প্রাণ। বর্তমান সরকার এর নির্দেশে মাঠে নেমে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এডিস মশা নিধনে বিভিন্ন কর্মসূচী পালন করছে সরকারি বেসরকারি কর্মকর্তা, কর্মচারী ও সমাজের সচেতন নাগরিকগণ। থেমে নেই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরাও। তারই ধারাবাহিকতায় গতকাল জয়পুরহাটে ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালন করেছে জয়পুরহাট জেলা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) সাজ্জাদ হোসেন সহ সংশ্লিষ্ট বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ। 

পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, সোমবার সকালে জেলা পুলিশের উদ্দ্যোগে মশক নিধন কর্মসূচী পালিত হয়েছে একই সাথে জেলার সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের ধারাবাহিকভাবে এ কার্যক্রম অব্যাহত রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার নির্দেশ প্রদান করা হয়েছে।