উত্তরাঞ্চলের প্রান কেন্দ্র বগুড়া শহর দেখে বাইর থেকে আসা অনেকেই ভাবেন এত সুন্দর সাজানো গোছানো শহর দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু আলোর নীচে অন্ধকার! এই শহরের অলিগলিতে হাঁটলেই আপনার চোখে পড়বে অসংখ্য ময়লার ভাগাড়। কতদিন হলো যে এসব পরিষ্কার করা হয়না আশে-পাশের মানুষ তা জানেন না। দুর্গন্ধে নাকে রুমাল দিয়েও পার পাওয়া যায় না। গোটা শহরের অলিগলিতে এরকম অসংখ্য ময়লার ভাগাড় আপনার চোখে পড়বে। পৌর মেয়র এসব দেখেন কিনা আমরা জানিনা! তবে আমরা দেখি। আমরা এই দুগর্ন্ধের মধ্য দিয়েই পার করছি বছরের পর বছর। মাসে দু’একবার পরিষ্কার হলেও পরদিন থেকেই আবারো ময়লার স্তুপ জমে তা ভাগাড়ে পরিনত হয়। এসব দেখে বগুড়ার মানুষ অভ্যস্থ হয়ে গেছেন। শহরবাসীর মনে কষ্ট থাকলেও বলতে পারেনা কাউকে। কারন এসব শোনার মানুষ আদৌ কি পৌরসভায় কেউ আছেন? ভোটের আগে এক রকম প্রতিশ্রুতি আর ভোট পার হলেই সব হাওয়ায় উড়ে মিলিয়ে যায় আকাশে। বগুড়া হলো সেই পৌরসভা যেখানে কোন জবাব দিহিতা নেই। এই শহরে ময়লার ভাগাড়ে কিংবা ময়লা স্তুপে চাপা পড়ে কেউ বাঁচতে চাইলে তাকে উদ্ধার করতে আদৌ কেউ পৌরসভা থেকে আসবেন এ বিশ্বাস ক্ষীণ হয়ে আসছে মানুষের মনে। ছবিটি বাদুরতলা আদর্শ স্কুলের (৫ নং ওয়ার্ড) বিপরীত দিক থেকে গতকাল সন্ধ্যায় তোলা হয়েছে।