বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যার্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মিরপুরের আল-ইকরাম যুব পরিষদের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হসান ভুটান, আল-ইকরাম যুব পরিষদের সভাপতি মোহাম্মদ রানু, সাধারন সম্পাদক নাসিম আহমেদ, কোষাধ্যক্ষ মুরাদ হোসেন, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, সাধারন সম্পাদক ইমরুল কায়েস ঝিনুক খান, সদস্য মোমিনুল হাসান হাবিব, ইউপি সদস্য আব্দুল আলিম, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল উদ্দিন শামীম, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।