জাতীয় শোক দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবঃ আলোকিত সংস্কৃতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত | Daily Chandni Bazar জাতীয় শোক দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবঃ আলোকিত সংস্কৃতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৯ ০১:৩৭
জাতীয় শোক দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবঃ আলোকিত সংস্কৃতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

জাতীয় শোক দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবঃ আলোকিত সংস্কৃতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবঃ আলোকিত সংস্কৃতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৮টায় বগুড়া শহরের সাতমাথা থেকে শোকর‌্যালী শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় শহরের ম্যাক্স মোটেলে বঙ্গবন্ধু শেখ মুজিবঃ আলোকিত সংস্কৃতি বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনার উপস্থাপন করবেন সংস্কৃতজন তৌফিক হাসান ময়না।

দিনব্যাপী কর্মসূচিতে আলোচক হিসেবে ছিলেন সংস্কৃতজন ফিজু চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা শাহাদৎ হোসেন। বক্তব্য রাখেন জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, আসাদ হোসেন, আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, অর্থ সম্পাদক রবিউল আলম অশ্রু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, শিরীন সুলতানা, প্রাক্তন ক্রীড়া সংগঠক জলিলুর রহমান জলিল, সংস্কৃতজন আতিকুর রহমান মিঠু, দৌলতুজ্জামান দৌলত, মির্জা আহসানুল হক দুলাল, আব্দুল খালেক, খলিলুর রহমান চৌধুরী, এবিএম জিয়াউল হক বাবলা, শ্যামল বিশ্বাস, অমরেশ মুখার্জ্জি, মাসউদ করিম, হাকিম মজিদ মিয়া, আবু শাহেদ, ফরিদুজ্জামান, মাহবুবর রহমান মানিক, মাসুকুর রহমান, লিপি প্রধান প্রমুখ।