
বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের অফিসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ধুনট উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, বাহাদুর আলী, উপজেলা যুবলীগের সহসভাপতি নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক গোলাম মুহিত চাঁন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রতন মাহমুদ, নুরনবী, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সোহান হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিব রানা সবুজ, রাসেল মাহমুদ, ধুনট ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম, ধুনট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারিক হাসান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাসুম তরফদার, যুগ্ম আহ্বায়ক এইচএম আসিফ সরকার, ছাত্রলীগ নেতা জুয়েল রানা তুহিন, ওয়াসিম, সফল প্রমুখ। সমাবেশে বক্তারা বগুড়া জেলা যুবলীগ সভাপতির কার্যালয়ে হামলার প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার দাবী জানিয়েছেন।