গত বৃহস্পাতি বার, যথাযোগ্য মর্যাদার নবাবগঞ্জ উপজেলায় জাতির জনকের ৪৪ তম শাহাদৎ ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়। সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্তীকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলি সাদিক এর নেতৃত্বে এক বিরাট শোকর্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য এমপি শিবলি সাদিক বলেন, সর্ব কালের শ্রেষ্ঠ বাঙালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সৃতি বুকে ধারন করে গনতন্ত্রের মানস কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা নির্দেশে পাড়া মহল্লায় উন্নয়নের ছোঁয়া ও অভুতপুর্ব সাফ্যলের জন্য নেত্রীর কমী হিসাবে কাজ করে যাচ্ছি । তিনি এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের নেতৃত্বে শোক র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়্যারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান , থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার , নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়্যারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ইউ আর সি ইনেস্ট্রাক্টর মোঃ শফিকুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফ হোসেন, ওহেদুজ্জামান , জাকিয়া সুলতানা প্রমুখ।