
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় শহরের চকসুত্রাপুরস্থ অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব সংগঠনের সভাপতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল। এতে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ্ আকতারুজ্জামান ডিউক, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, তৌফিক হাসান ময়না, আমিনুল ইসলাম ডাবলু, মাশরাফি হিরো. আনোয়ার পারভেজ রুবন, আব্দুর রাজ্জাক, খোরশেদ আলম, এরশাদ শেখ, মোশারফ হোসেন বুলবুল, আব্দুল মান্নান মন্ডল, খলিলুর রহমান, রাকিব উদ্দিন সিজার, মিথুন এমরান মিথুন, জালাল শেখ প্রমুখ।
এতে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী, সাহসী নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। বাঙালি পেয়েছে স্বাধীন রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতীয় সংগীত। তিনি সোনার বাংলা গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। ৭১ এর পরাজিত শক্তি ১৫ আগস্টের বর্বরোচিত হত্যাকান্ডের মাধ্যমে জাতিকে গোটা বিশ্বের সামনে কলংকিত করেছিল। পরাজিত শক্তির সব ষড়যন্ত্র রুখে দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। জাতির জনকের স্বপ্ন পূরনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সকলকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা ।শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ঠ শাহাদত বরনকারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।