সান্তাহারে লালমনি এক্সপ্রেসে অতিরিক্ত যাত্রীবহনে স্প্রিং দেবে ২ঘন্টা বিলম্ব | Daily Chandni Bazar সান্তাহারে লালমনি এক্সপ্রেসে অতিরিক্ত যাত্রীবহনে স্প্রিং দেবে ২ঘন্টা বিলম্ব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯ ০৬:০৮
সান্তাহারে লালমনি এক্সপ্রেসে অতিরিক্ত যাত্রীবহনে স্প্রিং দেবে ২ঘন্টা বিলম্ব
সান্তাহার (বগুড়া) প্রতিনিধিঃ

সান্তাহারে লালমনি এক্সপ্রেসে অতিরিক্ত যাত্রীবহনে
স্প্রিং দেবে ২ঘন্টা বিলম্ব

লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর অতিরিক্ত যাত্রীর কারনে ট্রেনের স্প্রিং দেবে যায়। গতকাল শনিবার বিকেল ৪টা ২৫মিনিটে সান্তাহার স্টেশনের ৪নং প্লাটফর্মে ট্রেনটি দাঁড়ানোর পর রেলযান পরিক্ষক (টিএক্সআর) দপ্তর ট্রেনটি পরিক্ষার পর স্টেশন মাস্টারকে বিষয়টি অবগত করেন। সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জিআরপি থানা ও নিরাপত্তা বাহিনীর সহযোগীতায় ট্রেনের অতিরিক্ত যাত্রীদের ছাদ থেকে নেমে দিলেও ওই সব যাত্রীরা কিছুক্ষণ পর আবারো ছাদে উঠে পরে। বার বার তাদের ছাদ থেকে নামানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। এমন অবস্থায় স্টেশনে ২ঘন্টা অপেক্ষার পর সন্ধ্যা ৬টা ২৫মিনিটে পুণরায় ট্রেনটি ঝুঁকি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফলে এসব যাত্রীদের পরতে হয় চরম দুর্ভোগে।