
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র রেল স্টেশন মহিমাগঞ্জে ঢাকাগামী সকল আন্তনগর ট্রেনের স্টপেজের দাবীতে শুক্রবার বিকেলে স্টেশন প্লাটফর্মে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর ব্যানারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ মানবন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন আহসান হাবীব, অধ্যাপক জহুরুল ইসলাম, খুরশীদ আলম পলাশ, দেওয়ান এমদাদুল হক পলিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, রংপুর বিভাগের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ উপজেলা। এই উপজেলার একমাত্র ও ঐতিহ্যবাহী রেলস্টেশন মহিমাগঞ্জ। কিন্তু যাত্রীর চাহিদা থাকা সত্ত্বেও এখানে ঢাকাগামী কোন আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি নেই। ফলে এ অঞ্চলের ঢাকাগামী যাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হয়। তাই এ অঞ্চলের যাত্রী দুর্ভোগ লাঘবে অবিলম্বে মহিমাগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি দেয়ার দাবী জানান ।