জলঢাকায় শোক দিবস পালনে সংঘর্ষ, | Daily Chandni Bazar জলঢাকায় শোক দিবস পালনে সংঘর্ষ, | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯ ০৬:৩২
জলঢাকায় শোক দিবস পালনে সংঘর্ষ,
তিন মামলায় আসামী সহস্রাধিক, গ্রেফতার পাঁচ
আল-ইকরাম বিপ্লব জলঢাকা (নীলফামারী)প্রতিনিধিঃ

জলঢাকায় শোক দিবস পালনে সংঘর্ষ,

নীলফামারীর জলঢাকায় ১৫ আগষ্টের কর্মসূচিকে কেন্দ্র করে আ"লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়। এতে উপজেলা আ’লীগের সভাপতি আনছার আলী মিন্টু, সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফাসহ সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলা নম্বর-১৭ তারিখঃ ১৫.৮.১৯ এবং ১৮ ও ১৯ তারিখঃ ১৬.০৮.১৯ইং। এ ঘটনায় শুক্রবার গভীর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মীরগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেলালুজ্জামান হেলাল, ইউনিয়ন যুবলীগ সদস্য হারুন-অর রশিদ রাসেল, বালাগ্রাম ইউনিয়ন ৫নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ইবনে নুর, ইন্দ্রোজিৎ রায়, থানা সুত্রে জানা যায়, গত ১৫ আগষ্ট শোক দিবসের সংঘর্ষের ঘটনায় ওই দিন রাতে উপজেলা আ’লীগ সভাপতি আনছার আলী মিন্টু বাদি হয়ে সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফাসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ শত জনকে আসামি করে মামলা দায়ের করেন।

অপর দিকে একই দিনে পৌর আ’লীগ সভাপতি আশরাফ হোসেন বাদি হয়ে উপজেলা আ’লীগ সভাপতি আনছার আলী মিন্টু, সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেলসহ ৬৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই দিনের সংর্ঘষের ঘটনায় জলঢাকা থানার এসআই মামুন-অর রশিদ হামলার শিকার হয়ে আহত হলে এসআই আব্দুর রশিদ বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং আরো ১৫০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার দিন মিল্লাত হোসেন নামে একজন এবং শুক্রবার রাতে উভয় পক্ষের মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।