বগুড়ায় ডেঙ্গুতে চিকিৎসাধীন রয়েছে ১৪২ জন | Daily Chandni Bazar বগুড়ায় ডেঙ্গুতে চিকিৎসাধীন রয়েছে ১৪২ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯ ০৬:৪৭
বগুড়ায় ডেঙ্গুতে চিকিৎসাধীন রয়েছে ১৪২ জন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ডেঙ্গুতে চিকিৎসাধীন রয়েছে ১৪২ জন

বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৮৪ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত জেলায় কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। শনিবার জেলায় ডেঙ্গু জ¦র আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৪২ জন। ঈদের ছুটিতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়লেও এখন কমতে শুরু করেছে বলে দাবী করেছেন হাসপাতালের চিকিৎসকরা। 
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতারের উপ-পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ জানান, গত ৪ জুলাই থেকে ১৭ আগষ্ট পর্যন্ত বগুড়ায় ৪৯৮ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শজিমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের একাংশকে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। এখানে শনিবার বেলা দেড়টা পর্যন্ত জেলার শজিমেক মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ, বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, উপজেলা কমপ্লেক্সে ১৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে শজিমেক হাসপাতালে ভর্তি আছে ১০৮ জন। এই হাসপাতালে ১৪ জন শিশু ভর্তি আছে। ২৪ ঘন্টায় শজিমেক হাসপাতালে শনিবার ২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এখন ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। ধীরে হলেও কমতে শুরু করেছে।