বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নন মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ জেলা প্রশাসকের মাধ্যমে সরাসরি গনসুনানির দাবি | Daily Chandni Bazar বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নন মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ জেলা প্রশাসকের মাধ্যমে সরাসরি গনসুনানির দাবি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯ ০৮:৩৭
বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নন মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ জেলা প্রশাসকের মাধ্যমে সরাসরি গনসুনানির দাবি
গাইবান্ধা থেকে মো: শাহাদৎ হোসেন খোকন :

বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নন মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ জেলা প্রশাসকের মাধ্যমে সরাসরি গনসুনানির দাবি

গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ উপজেলার অন্তরগত ৬ নং সর্বানন্দ ইউনিয়নে অবস্থিত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নন মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ জেলা প্রশাসকের মাধ্যমে সরাসরি গনসুনানির দাবি জানিয়েছেন এলাকাবাসী । লিখিত অভিযোগে জানা যায় গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ উপজেলার অন্তরগত ৬ নং সর্বানন্দ ইউনিয়নে অবস্থিত সর্বানন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক শ্রী: রাজিব কুমার বর্মন ব্যাংক বেইচ আটকিয়ে সর্বানন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়া সর্বানন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক শ্রী: রাজিব কুমার বর্মনের পিতা শ্রী: সুবাসচন্দ্র বর্মনের নিকট থেকে ৩ লক্ষ টাকা গ্রহন করেন ।

অভিভাবকের পক্ষ থেকে মহামান্য হাইকোটে মামলা হলে মহামান্য হাইকোটের বিচারক ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি স্থগিত করেন । এই সুযুগে সর্বানন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়া ব্যাক ডেটের বিঞপ্তি গোপনে পত্রিকায় প্রধান শিক্ষক নেত্তয়ার বিঞপ্তি দিয়ে তিনি নিজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদের কাজে যোগ দান করেন । অথচ সরকারী বিধি না মেনে তিনি একের পর এক দুর্নিতি করে যাচ্ছেন । উক্ত বিদ্যালয়ের আয়া মোছা: সারভান বেগমের নিকট থেকে সর্বানন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়া ৪ লক্ষ টাকা চাদা দাবি করেন । তাহার হাজিরা খাতা আটকিয়ে রেখে হাজিরা খাতায় সই সাক্ষর করতে দিচ্ছে না বলে মোছা: সারভান বেগম জানান । সহকারি জজ আদালত সুন্দরগঞ্জ গাইবান্ধা আয়া মোছা: সারভান বেগম উক্ত কোর্ট থেকে রায় পেলেত্ত সর্বানন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়া তাকে হয়রানি করান বলে অভিযোগ উঠেছে । খোজ খবর নিয়ে জানা গেছে উপজেলা নির্বহী অফিসার সুন্দরগঞ্জ গাইবান্ধা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিদ্যালয়টি পরিদর্শনে এলে প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়া পাশ্ববর্তি অন্য বিদ্যালয় থেকে ছাত্রি ভাড়া করে এনে ঐ সকল ছাত্রিকে নিজ বিদ্যালয়ের ছাত্রি দেখিয়ে তদন্ত পার করেন ।

বিদ্যালয়টি ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনের দাবি জানালেও প্রধান শিক্ষক কোনদিন ভোট দেয়নি বলে এলাকাবাসি জানান । সুন্দরগঞ্জ সর্বানন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী মাত্র ৮ জন শিরনামে গত ২৯শে জুলাই সাপ্তাহিক দিন বদলের কন্ঠ পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে । এছাড়া বাংলাদেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক প্রথম আলো ও রংপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক সমকালীন বার্তা পত্রিকায়  সুন্দরগঞ্জ সর্বানন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মান্নান মিয়ার বিরুদ্ধে একটি সত্য ও সঠিক সংবাদ প্রকাশিত হয়েছিল । তাই এলাকাবাসি গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ উপজেলার অন্তরগত ৬ নং সর্বানন্দ ইউনিয়নে অবস্থিত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নন মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ জেলা প্্েরাশাসকের মাধ্যমে সরাসরি গনসুনানির দাবি জানিয়েছেন ।