বগুড়ায় লাল তীর এর মালামাল নিয়ে পালালো অটোরিক্সা চালক | Daily Chandni Bazar বগুড়ায় লাল তীর এর মালামাল নিয়ে পালালো অটোরিক্সা চালক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯ ১০:০৫
বগুড়ায় লাল তীর এর মালামাল নিয়ে পালালো অটোরিক্সা চালক
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় লাল তীর এর মালামাল
নিয়ে পালালো অটোরিক্সা চালক

এসএ পরিবহন থেকে লাল তীর সীড লিঃ এর মালামাল নিয়ে পালালো অটোরিক্সা চালক।

বগুড়ায় লাল তীর সীড লিঃ এর মালামাল নিয়ে পালালো ব্যাটারিচালিত অটোরিক্সা চালক। ঘটনাটি ঘটেছে গত রবিবার বেলা ১১টায় শহরের ইয়াকুয়িা মোড়ে। জানা যায়, এসএ পরিবহন থেকে মালামাল চারমাথা নিয়ে যাওয়ার সময় এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যার নং-আর ২২০৩/১৯। অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা গাজীপুর হতে ১৮৩০ প্যাকেট বিভিন্ন ধরনের সজবির বীজ (যার আনুমানিক মূল্য ১,৪২,০০০/-(এক লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা) বগুড়া এসএ পরিবহনে আসলে গত রবিবার বেলা আনুমানিক ১১টায় শহরের চারমাথার উদ্দ্যেশে অজ্ঞাত ব্যক্তির ব্যাটারিচালিত অটো রিক্সায় উঠাইয়া দিয়ে অভিযোগকারী মোঃ আলী আকবর তার পিছন পিছন মোটরসাইকেল যোগে যেতে থাকে। ইয়াকুবিয়ার মোড়ে ট্রাফিক পুলিশ মোটরসাইকেল থামানোর নির্দেশ দিলে অভিযোগকারী মোটরসাইকেলটি থামায় এবং পুলিশকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাইয়া পুণরায় চারমাথার উদ্দ্যেশে রওনা দেয়। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরও মালামাল বহনকারী অটোরিক্সা চালকের দেখা মেলেনি। উল্লেখ্য যে, এসএ পরিবহনের সিসি টিভি ফুটেজে উক্ত রিক্সা চালকের ছবি পাওয়া গেছে। উক্ত অটোরিক্সা চালকের দেখা মিললে বগুড়া সদর থানায় সোপর্দ করার আহবান জানিয়েছেন অভিযোগকারী।