পত্নীতলায় মান্দাইন-ফতেপুর-পাইকপাড়া গ্রামের সড়কটির বেহাল দশা! | Daily Chandni Bazar পত্নীতলায় মান্দাইন-ফতেপুর-পাইকপাড়া গ্রামের সড়কটির বেহাল দশা! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯ ১০:৪৪
পত্নীতলায় মান্দাইন-ফতেপুর-পাইকপাড়া গ্রামের সড়কটির বেহাল দশা!
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

পত্নীতলায় মান্দাইন-ফতেপুর-পাইকপাড়া গ্রামের সড়কটির বেহাল দশা!

নওগাঁর পত্নীতলায় সামান্য বৃষ্টিতেই মান্দাইন-ফতেপুর-পাইকপাড়া গ্রামের কাঁচা সড়কটি বেহাল দশায় জনদুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ছবি: -প্রতিনিধি।

নওগাঁর পত্নীতলায় সামান্য বৃষ্টিতেই মান্দাইন-ফতেপুর হইতে পাইকপাড়া গ্রামের প্রায় ৫ কিলোমিটার কাঁচা সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। এতে জনদুর্ভোগে পড়েছেন নানা শ্রেণি-পেশার স্থানীয় ভুক্তভোগী অর্ধলক্ষাধিক মানুষ।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার আকবরপুর ইউনিয়নের মান্দাইন-ফতেপুুর হইতে পাইকপাড়া গ্রামের রাস্তাটি বছরের পর বছর কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। রাস্তায় কাঁদা জমে যাওয়ায় গ্রামের মানুষসহ সকল পথচারীদের অনেক কষ্টে রাস্তাটি দিয়ে চলাচল করছেন। 
মান্দাইন গ্রামের বাসিন্দা অনেকেই আক্ষেপ করে জানায়, সারাদেশে রাস্তা পাকা হলেও আমাদের গ্রামের সড়কটি কাঁচাই রয়ে গেল! এতে কৃষি নির্ভর এলাকার ধানসহ বিভিন্ন পণ্য পরিবহনে ভোগান্তির কবলে পড়ছেন। 

এমতাবস্থায় সড়কটি দ্রুত পাকা করণের জন্য মননীয় দেশনেত্রী ও প্রধানমন্ত্রী ও সড়ক ও জনপথমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈকত দাশ বলেন, সড়কটি পাকা করণের জন্য কর্তৃপক্ষের নিকট চাহিদার প্রস্তাবনা পাঠানো হয়েছে। পরবর্তী টেন্ডার হলেই সড়কটির পাকা করণ কাজ শুরু হবে।