রংপুর ৩ উপ-নির্বাচনে আঃ লীগ মনোনয়ন প্রত্যাশী তুষার কান্তি মন্ডলের সমর্থনে শোভাযাত্রা বের হয় | Daily Chandni Bazar রংপুর ৩ উপ-নির্বাচনে আঃ লীগ মনোনয়ন প্রত্যাশী তুষার কান্তি মন্ডলের সমর্থনে শোভাযাত্রা বের হয় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯ ০৮:৩৪
রংপুর ৩ উপ-নির্বাচনে আঃ লীগ মনোনয়ন প্রত্যাশী তুষার কান্তি মন্ডলের সমর্থনে শোভাযাত্রা বের হয়
রনজিৎ দাস, রংপুর॥

রংপুর ৩ উপ-নির্বাচনে আঃ লীগ মনোনয়ন প্রত্যাশী তুষার কান্তি মন্ডলের সমর্থনে শোভাযাত্রা বের হয়

রংপুর সদর ৩ আসনের সংসদ সদস্য এইচ এম এরশাদ অসুস্থজনিত কারনে ইন্তেকাল করায় নির্বাচক কমিশন কর্তৃক আসন টি শূন্য ঘোষনা করেছেন। আসন টি শূন্য ঘোষনা করে অক্টোবর মাসে উপ-নির্বাচনের ঘোষনা দেওয়ায় রংপুরে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন সভা সেমিনার, শোডাউন ও ব্যানার ফ্যাস্টুনে ভরে গেছে নগরীর বিভিন্ন পাড়া মহল্লায়। এদিকে গতকাল মঙ্গলবার নগরীর শাপলা চত্তর থেকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের সমর্থনে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। গণমিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু ম্যুরাল চত্তরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় মোটর সাইকেল শোডাউনের সামনে তুষার কান্তি মন্ডলের ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানার শোভা পায়। সেইসাথে মাইকে সমর্থকরা তুষার কান্তি মন্ডলকে নৌকার প্রার্থী হিসেবে সমর্থন পেতে দলীয় হাই কমান্ডের হস্তক্ষেপ কামনা করেন।

পথসভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, যুবলীগ নেতা সাজু, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, ২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল গণি দুলাল, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনু, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কাওছার মামুন, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন সাজুসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ এর নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে নগরীর শাপলা চত্বর থেকে মোটর সাইকেল, নৌকা প্রতিক নিয়ে হেটে তুষার কান্তি মন্ডলের ছবি ও নৌকা সম্বলিত পোষ্টার ব্যানার ও ফেস্টুন নিয়ে শোডাউন শুরু হয়। শোডাউনটি গ্রান্ড হোটেল মোড়, পায়রা চত্বর, কাচারী বাজার ও বঙ্গবন্ধু চত্বর থেকে পূনরায় রংপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। শোডাউনে অংশ নেন ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওয়াহেদুজ্জমান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল, ১৭ নং ওয়ার্ডের সাধারণ আকমল হোসেন, ২৩ নং ওয়ার্ডের সভাপতি মহিউল মহি, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের দুলাল চন্দ্র রায়, ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরুজাজমান শাহীন, সভাপতি আব্দুল কুদ্দুস, ১১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ডা: চম্পল কুমার রায়, ২৯ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রব পাটোয়ারী রবু, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, ৩০ নং ওয়ার্ডের সভাপতি আঙ্গুর মিয়া, সাধারণ সম্পাদক আনোয়্রা হোসেন আনু, ১৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওসমান আলী, ৩২ নং ওয়ার্ডের সভাপতি মাহবুবার মাহমুবব, ৩৩ নং ওয়ার্ডের সভাপতি নুর হোসেন, ৩২ সাধারণ সম্পাদক শাহাদত হোসেন. ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।