রংপুরে জনপ্রয়ি অভিনেতা এম এ মজদি হৃদরোগে আক্রান্ত হয়ে রমকে র্ভতি | Daily Chandni Bazar রংপুরে জনপ্রয়ি অভিনেতা এম এ মজদি হৃদরোগে আক্রান্ত হয়ে রমকে র্ভতি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯ ০৮:৩৮
রংপুরে জনপ্রয়ি অভিনেতা এম এ মজদি হৃদরোগে আক্রান্ত হয়ে রমকে র্ভতি
রনজিৎ দাস, রংপুর॥

রংপুরে জনপ্রয়ি অভিনেতা এম এ মজদি 
হৃদরোগে আক্রান্ত হয়ে রমকে র্ভতি

রংপুরে জনপ্রয়ি নাট্যকার, অভিনেতা ও নর্মিাতা, রাজবংশী ভাষার্চচায় নবিদেতি প্রাণ, ভাওয়াইয়া গানরে চত্রিায়নরে প্রথম প্রাণপুরুষ, সাদা মনরে মানুষ এম এ মজদি অসুস্থ। গত শনবিার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মডেকিলে কলজে (রমকে) হাসপাতালরে সসিইিউ-তে চকিৎিসাধীন রয়ছেনে।সৃজনশীল প্রতভিার অধকিারী এম এ মজদিরে অসুস্থতার খবর পয়েে তাকে দখেতে হাসপাতালে যান রংপুর সটিি করপোরশেনরে ময়ের মোস্তাফজিার রহমান মোস্তফা, সাবকে পৌর চয়োরম্যান কাজী মোঃ জুননুন, নীলফামারী জলো পরষিদ চয়োরম্যান জয়নাল আবদেীন, ২১নং ওর্য়াড কাউন্সলির মাহাবুবার রহমান মঞ্জু, নাট্যব্যক্তত্বি রাজ্জাক মুরাদ, সাংবাদকি ও সংগঠক মরেনিা লাভলী, রপর্িোর্টাস ক্লাবরে সভাপতি আব্দুল হালমি আনছারী, সাধারন সম্পাদক শাহ্ বায়জেীদ আহম্মদে, সাবকে সাধারন সম্পাদক মোজাফ্ফর হোসনে, সাংবাদকি ইউনয়িনরে সক্রেটোরি সরকার মাজহারুল মান্নান, প্রতদিনিরে র্বাতার নর্বিাহী সম্পাদক তৌহদিুল ইসলাম বাবলা, প্রথম খবররে র্বাতা সম্পাদক শরফিুল ইসলাম সম্রাট, বাংলার চোখরে প্রতষ্ঠিাতা চয়োরম্যান তানবীর হোসনে আশরাফীসহ বভিন্নি মডিয়িার সংবাদর্কমী, সটিি করপোরশেনরে বভিন্নি শাখার র্কমর্কতা ও বতোর নাট্যশল্পিীরা। র্বতমানে এম এ মজদিরে শারীরকি অবস্থা উন্নতি দকিে বলে জানয়িছেে চকিৎিসকরা।

এদকিে পরবিাররে পক্ষ থকেে তার বড় ছলেে সাংবাদকি ফরহাদুজ্জামান ফারুক পতিার সুস্থতার জন্য সবা কাছে দোয়া চয়েছেনে। উল্লখ্যে, 'হামার রংপুর' ভাওয়াইয়াখ্যাত গানরে মউিজকি ভডিওি এবং নাটকসহ অন্তত ৭০টি ভডিওি প্রকাশনায় তনিি অভনিয়রে পাশাপাশি চত্রিনাট্য পরচিালনা করছেনে। তনিি র্দীঘ ৩৭ বছর মঞ্চ নাটকে কমডেি চরত্রিসহ বভিন্নি চরত্রিে অভনিয় করে র্দশকরে প্রশংসা কুড়য়িছেনে। বাংলাদশে বতোর রংপুর কন্দ্রেওে নাট্যকার ও শল্পিী হসিবেে তনিি সমাদৃত। রংপুর নাট্যচক্র, রংপুর নাট্যকন্দ্রে, মুক্তাঙ্গন সাংস্কৃতকি সামাজকি সংগঠন বভিন্নি সংগঠনরে গুরুত্বর্পূন পদে র্দীঘদনি দায়ত্বি পালন করছে।ে র্বতমানে তনিি রংপুর সটিি করপোরশেনরে র্বজ্য ব্যবস্থাপনা বভিাগে র্কমরত রয়ছেনে।