
প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯ ০৮:৫২
জয়পুরহাটে আধুনিক জেলা হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার কিট বিতরণ
ব্যুরো করোসপন্ডেন্ট জয়পুরহাট:
জয়পুরহাট জেলা পরিষদ এর উদ্যোগে জেলা আধুনিক হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার ১২০টি কিট বিতরণ করা হয়ছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে এ কিটসমূহ বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদ এর চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সিভিল সার্জন ডাঃ সামস্ উদ্দিন, আধুনিক জেলা হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডাঃ আবুল হোসেনসহ অন্যান্যরা।
কিটসমূহ বিতরণ শেষে জেলা পরিষদ এর চেয়ারম্যান আরিফুর রহমান রকেট আধুনিক জেলা হাসপাতালে ডেঙ্গু জ¦র আক্রান্ত রোগিদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।