বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়া শিল্পকলা একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন | Daily Chandni Bazar বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়া শিল্পকলা একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯ ১৯:৪৮
বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়া শিল্পকলা একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন
প্রেস বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়া শিল্পকলা একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক ফজেয় আহাম্মদ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি বগুড়ার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. বেল্লাল হোসেন। জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খাঁন রনি, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী, বগুড়া কণ্ঠসাধন আবৃত্তি সংসদ এর সদস্য সচিব রাকিবুল হাসান জুয়েল, বঙ্গবন্ধু শিশু কিলোর মেলা জেলা শাখার সভাপতি গৌতম কুমার দাস। আরো উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষকবৃন্দ, অফিসের কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অবিভাবক মন্ডলী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ। আলোচনা সভা শেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।