
বাল্য বিবাহের ব্যপারে কড়া নজর রাখছে শেরপুর উপজেলা প্রসাশন। বাল্য বিবাহের ব্যপারে জানতে পারলেই নিশ্চিত হাজতবাস। হাজতেই কাটাতে হবে বাসর রাত সে বর-কনে যে-ই হোক। বগুড়ার শেরপুর উপজেলায় এমন ঘটনায় বিয়ের রাতেই বরকে ১০ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে নাবালিকা মাদ্রাসা ছাত্রী আদুরী খাতুন। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি গতকাল বুধবার (২১আগষ্ট) উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাকড়খোলা গ্রামের। ওই গ্রামের মো: আকিমুদ্দিনের মেয়ে মাদ্রাসার ছাত্রি নাবালিকা আদুরী খাতুন(১৩) এর সাথে ভাদরা গ্রামের মো: মহসিনের ছেলে ঈকবাল হোসেন (২৪) এর বিয়ে হচ্ছিলো। খবর পেয়ে রাত সারে ১১ টার দিকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী শেখ ও শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবীর ঘটনা স্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন এবং বর ঈকবাল হোসেনকে ১০ দিনের কারাদন্ডে দন্ডিত করেন। এছাড়াও মেয়ের বাবা, ছেলের বাবা, ও কাজীর অর্থ দন্ড করেন নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ। এসময় মেয়ের বয়স বিবেচনা করে অঙ্গিকার নামার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।